মোটরসাইকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি গাড়ির ধাক্কায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তানভির হাসান সৈকত। আজ বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মোটরসাইকেলে যাত্রাবাড়ীর নিজ বাসায় যাচ্ছিলেন ডাকসুর সদস্য তানভির হাসান সৈকত। এ সময় পেছন দিক থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি গাড়ি তাঁর মোটরসাইকেলে ধাক্ক দেয়। এতে সৈকত ছিটকে রাস্তা পাশে পড়ে যান। এ সময় উপস্থিত লোকজন সৈকতকে উদ্ধার করে। সেইসঙ্গে তারা ওই গাড়িটি আটকে রেখে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা গাড়ির চালককে আটক করেছি। সেইসঙ্গে গাড়িটিও জব্দ করা হয়েছে। সৈকত চাইলে আমরা মামল নেব।’
গাড়িচালকের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা জানতে চাইলে ওসি বলেন, ‘চালক কোনো কাগজপত্র দেখাতে পারেননি।’