নওগাঁর ধামইরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তহিদুল ইসলাম (২৮) নামে এক যুবদল নেতাকে আটক করেছে থানা পুলিশ।
রোববার সন্ধ্যায় রসপুর বাজার থেকে তাকে আটক করা হয়।
তহিদুল ইসলাম ধামইরহাট থানা যুবদলের আহ্বায়ক ও খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের মৃত নমির উদ্দিনের ছেলে। গত ২৭ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন এ মামলা করেন।
সোমবার সকালে পুলিশ তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে নওগাঁ জেলহাজতে পাঠিয়েছে বলে জানা গেছে।
ধামইরহাট থানা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আটক যুবদল নেতা তহিদুল ইসলাম নিজ ফেসবুক আইডি ও কয়েকটি অনলাইন পোর্টাল ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক সংবাদ ও ছবি প্রকাশ করে গুজব ছড়িয়ে আসছিল।
এতে ক্ষুব্ধ হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন তহিদুল ইসলামসহ কয়েকজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ রোববার সন্ধ্যায় রসপুরবাজার হতে তাকে আটক করে।
আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করলে তার ফেসবুক আইডি চেক করলে নানারকম ভিভ্রান্তিমূলক প্রচারণা চালানোর প্রমাণ পাওয়া যায়।
এ বিষয়ে ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।