ads
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিসলাইকে এগিয়ে ‘তুমি আছো তুমি নেই’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৪৩ বার পঠিত

দীঘি-আসিফ ইমরোজকে জুটিবদ্ধ করে‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি নির্মাণ করেছেন প্রবীণ নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। ১২ মার্চ সারাদেশের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। মুক্তির আগে সিনেমাটি নিয়ে ব্যাপক জল ঘোলা করেছিলেন নির্মাতা ঝন্টু ও এ সিনেমার প্রযোজক সিমি।

খুলনার সঙ্গীতা সিনেমার হলের আতাহার আলি সময়নিউজকে বলেন, খুব ভালো রেসপন্স দিচ্ছে তা নয়। আশানুরূপ ফল আমরা পাচ্ছি না। গল্পের প্লট ৯০ দশকের, নতুন নায়ক-নায়িকা দিয়ে আনা হলেও লাভ হচ্ছে না। কারণ গল্পের প্লট শক্ত না।

চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলের কর্ণধার সাইফ হোসেন শনিবার দুপুরে বলেন, গত শুক্রবার মোটামুটি বিক্রি হয়ে হয়েছে। কিন্তু আজকের দিনে (শনিবার) সেল নেই। মনে হচ্ছে না সিনেমাটি খুব ভালো যাবে। আমার মনে হয় নায়িকার ওই মন্তব্যের ইমপেক্ট পড়তে পারে।

ঢাকার শ্যামলী সিনেমা হলে চলছে ‘তুমি আছো তুমি নেই’। কেমন চলছে সিনেমাটি? জানতে চাইলে শুক্রবার দুপুরে হলের ম্যানেজার মোহাম্মদ হাসান বলেন, নতুন সিনেমার প্রতি দর্শকের সবসময়ই আগ্রহ থাকে। যার কারণে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি আমরা চালাতে শুরু করি। কিন্তু হতাশ হলাম। যেমনটা আশা করেছিলাম তেমন দর্শক এখনো পাইনি। দুপুরের একটি শোতে ৩০/৪০ এর জনের মত দর্শক পেয়েছি। ৩০৬ আসনের হলে যদি এত কম দর্শক হয় তাহলে সিনেমা চালানোই কঠিন হয়ে পড়বে।

এদিকে গত ৪ মার্চ জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছিল সিনেমার ট্রেলার। ২ মিনিটি ৩২ সেকেন্ডের ট্রেলারটি বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। শনিবার (১৩ মার্চ) দেখা গেছে, ট্রেলারটি মোট ভিউ হয়েছে ১০ লাখের বেশি। এখন পর্যন্ত ট্রেলারটিতে লাইক পড়েছে ১০ হাজার। আর ডিসলাইক পড়েছে মোট ৫৬ হাজার। সব মিলিয়ে এখন পর্যন্ত ডিসলাইকে এগিয়ে আছে দেলোয়ার ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102