রাজধানীর চকবাজার থেকে অপহৃত এক কলেজছাত্রীকে ৪০ দিন পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর থেকে তাকে উদ্ধার করে র্যাব-৮। এসময় আল আমিন (২০) নামে একজনকে গ্রেফতারও করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. তাজুল ইসলাম জানান, গত ২২ জুলাই রাজধানীর চকবাজার থেকে দ্বাদশ শ্রেণির এক কলেজছাত্রীকে পথ থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন ওই তরুণীর বাবা বাদী হয়ে চকবাজার থানায় একটি অপহরণ মামলা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তার অভিযান চালিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর থেকে কলেজছাত্রীতে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার আল আমিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পরে অপহৃত ওই কলেজছাত্রী ও গ্রেফতার আল আমিনকে কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।