ads
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম

ঢাকায় তিন বেকারিকে ৬ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৩৯ বার পঠিত

অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে ও বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে খাবার তৈরি করার অভিযোগে রাজধানীর তিনটি বেকারিকে ছয় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, বেকারি চারটি রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানা এলাকায় অবস্থিত।

বৃহস্পতিবার র‌্যাব-২ এর উদ্যোগে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর পরিচালনায় ও বিএসটিআইয়ের সহায়তায় তিনটি বেকারিতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, মোহাম্মদপুরে আলিফ বেকারি, কামরাঙ্গীরচরের জনপ্রিয় বেকারিতে ও হাজারীবাগের রানা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে দেখা যায়, কারখানাগুলো অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করেন এবং মেয়াদোর্ত্তীণ পণ্য মজুদ করে পরে প্রক্রিয়াকরণ করে বাজারজাত করে। এছাড়া উৎপাদিত খাদ্যে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে।

এসব অভিযোগে রানা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে তিন লাখ টাকা, আলিফ বেকারিকে এক লাখ টাকা ও জনপ্রিয় বেকারিকে ২ লাখ টাকা করে সর্বমোট ৬ লাখ টাকা জরিমানা করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102