ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের পঞ্চম তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টার দিকে পঞ্চম তলায় ৫১১ ডক্টরস রুমে এসির শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা আরও জানায়, চিকিৎসকের রুম বন্ধ থাকায় এসির শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়, ধোঁয়াও ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মেশিন দ্বারা ধোঁয়া বের করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মো. মাসুদ মিয়া জানান, ঢামেকের বার্ন ইউনিটের পঞ্চম তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। চিকিৎসকের রুম বন্ধ থাকায় আগুন ছড়াতে পারেনি । পরে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এ ঘটনায় কোনো হতাহত হয়নি সবাই নিরাপদে রয়েছে।