ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কারাবন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম মো. রাসেল (৩৪)। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার আনায়ন ব্যাপারী বাড়ি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ জানিয়েছেন, রাসেল শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন। পরে আলামিনসহ কারারক্ষীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে সকাল ৯টা ৫০ মিনিটে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা যায়, রাসেল শাহজাহানপুর থানার একটি মারামারি মামলায় বন্দি ছিলেন।