ads
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

তিন মামলায় বিএনপির ৭৪ নেতার আগাম জামিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৬ বার পঠিত

নাশকতা, পুলিশের কাজে বাধাসহ তিনটি মামলায় ২১ মার্চ পর্যন্ত বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল, সাইফুল ইসলাম নীরবসহ ৭৪ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিচারপতি হাবিবুল গনী ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এই জামিন দেন।

জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সংঘর্ষের ঘটনায় রমনা ও শাহবাগ থানায় তিনটি মামলা করা হয়। এই তিন মামলায় আগাম জামিন দেন হাইকোর্ট।

এর আগে, গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এ ঘটনায় মামলা করে। আসামিদের বিরুদ্ধে ‘বেআইনিভাবে’ জোটবদ্ধ হয়ে দাঙ্গা বাঁধানো, সরকারি কাজে বাধা, পুলিশকে ‘আক্রমণ ও আঘাত করে’ আহত করা, পুলিশের কাজে ব্যবহৃত ঢালের ক্ষতি করার অভিযোগ আনা হয়। মামলায় আসামিদের মধ্যে রয়েছেন: বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী।

পরে, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মালিবাগ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে আটক করে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102