ads
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম

তেলের দোকানে অগ্নিকাণ্ড, মালিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৩২ বার পঠিত

রাজশাহীর বাগমারা উপজেলার মাদারীগঞ্জ বাজারের একটি জ্বালানি তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ভয়াবহতা দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে আবদুল আউয়াল (৬৫) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি ওই তেলের দোকানের মালিক।
সোমবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পর আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দোকান মালিক আব্দুল আউয়াল। পরে তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে ভর্তির পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে এর আগেই ওই দোকানটি পুড়ে যায়। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

তিনি জানান, ওই তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা দেখে মালিক হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102