ads
সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন

দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে ৪ বন্ধুর যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩ বার পঠিত

বান্দরবানে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে চার বন্ধুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৯ মার্চ) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- মো. রাশেদ (২৩), মো. কায়ছার (২২), ওমর ফারুক (১৮) ও মো. হানিফ (২৪)।

তারা সবাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রাশেদ। ২০২১ সালের ২ ফেব্রুয়ারি রাতে তিনি ফোনে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পদুয়া এলাকায় আসতে বলেন। রাশেদের কথায় পরদিন কিশোরী আমিরাবাদ এলাকায় পৌঁছালে রাশেদ ফোনে তার দেরি হবে বলে জানান। কাজির কাছে যাওয়ার কথা বলে কিশোরীকে পাহাড়ি পথে বান্দরবানের ভাগ্যকুল এলাকায় নিয়ে যান। সেখানে রাশেদ এবং তার বন্ধু কায়ছার, হানিফ ও ওমর ফারুক পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করেন। পরে কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ঘটনাস্থল থেকে রাশেদ, কায়ছার ও ওমর ফারুককে আটক করা হয়। পালিয়ে যান হানিফ। পরে কিশোরীটি বাদী হয়ে বান্দরবান থানায় তাদের নামে ধর্ষণ মামলা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি মোহাম্মদ ইসমাইল জানান, দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় রোববার এ রায় দেন আদালত। এদিকে আসামিদের মধ্যে কায়ছার ছাড়া বাকিরা পলাতক। কায়ছারকে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১
  • ১২:১৩
  • ১৬:২৫
  • ১৮:০৯
  • ১৯:২২
  • ৬:১২
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102