সাবেক বিশ্বসুন্দরী, বলিউড অভিনেত্রী ও প্রভাবশালী বচ্চন পরিবারের বউ ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি তিনি জানিয়েছেন, ১৯৯৩ সালের মুম্বই দাঙ্গার রাতে কী করেছিলেন এবং কোথায় ছিলেন এই অভিনেত্রী। ঐশ্বরিয়া ভক্তদের অনেকেই হয়তো বিষয়টি জানতেন না। মুম্বইয়ে ভয়াবহ সাম্প্রদায়িক এই দাঙ্গার রাতেও ঘরে থাকেননি গ্ল্যামারকন্যা। সেই দাঙ্গায় প্রায় ৯০০ মানুষ নিহত হয়েছিলেন। এদিকে ঐশ্বরিয়া তখন ছিলেন লাইট-ক্যামেরার সঙ্গে। সেই অস্থির সময়ের মধ্যেও শুটিং করেছেন অভিনেত্রী। ‘মিস্টার পারফেকশনিস্ট’ তারকা আমির খানের সঙ্গে কোমল পানীয় পেপসির একটি বিজ্ঞাপন চিত্রের মডেল হয়েছিলেন তিনি।
টানা কাজ করে এক রাতের মধ্যেই বিজ্ঞাপন চিত্রটির শুটিং শেষ করেছিলেন তারা। এর আগে স্কুলে পড়ার সময়ই বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ঐশ্বরিয়া। ক্যামলিন পেনসিলের বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। মডেলিং হিসেবে ক্যারিয়ার শুরুর জন্য পড়ালেখাও ছেড়ে দেন তিনি। ১৯৯১ সালে ফোর্ড আয়োজিত একটি সুপার মডেল প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট মাথায় তোলেন ঐশ্বরিয়া। এই সাফল্যের রেশ ধরে ভোগ ম্যাগাজিনের মার্কিন সংস্করণে প্রচ্ছদকন্যা হওয়ার সুযোগ মেলে তার। এরপর গ্ল্যামার ও নিজের যোগ্যতা দিয়ে এক সময়ে জায়গা করে নেন বলিউডে।