বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নতুন কমিশনার মো. সাইফুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিএমপি কমিশনার হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় বিএমপির পক্ষ থেকে শীর্ষ কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
বিএমপি কমিশনার দায়িত্বভার গ্রহণ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।