কুমিল্লা আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর ও বুড়িচং উপজেলার নাজিরা বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করে ২টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
কুমিল্লায় ভোক্তা-অধিকার আইনে ২টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা।
মঙ্গলবার (১৮ আগস্ট) জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লায় ভোক্তা-অধিকার আইনে ২টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, খাদ্যে ক্ষতিকর দ্রব্যের মিশ্রণ, প্যাকেটের গায়ে মূল্য ও মেয়াদ না লেখা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির মতো ভোক্তা-অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মেসার্স সিয়াম ফুড ও জাবালে নূর স্টোরকে অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মীরগর বাজারে তদারকি করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘন করার অপরাধে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
পরেশ চন্দ্র বর্মণ জানান, আমরা জনস্বার্থে অভিযান পরিচালনা করে যাচ্ছি। আমাদের বাজার তদারকি অব্যাহত থাকবে।