ads
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল স্বজনরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৫৬ বার পঠিত

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের দুই এএসআইকে কুপিয়ে আহত করে একাধিক মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে তার সহযোগীরা।

রোববার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে ভৈরবের ঘোড়াকান্দা পলাশ সিনেমা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হয়েছেন এএসআই রেজাউল করিম ও এএসআই মো. করিম। তারা দু’জনেই ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আসামি রাসেল ঘোড়াকান্দা এলাকার তমিজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, রোববার ( ১২ ডিসেম্বর) রাতে ভৈরব থানার ওয়ারেন্ট অফিসার এএসআই রেজাউল করিম ও এএসআই মো. করিম দু’জনে ওয়ারেন্টভুক্ত একাধিক মাদক মামলার আসামি মো. রাসেলকে ঘোড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

এ সময় ভৈরবের শীর্ষ মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি সানি, মামুনসহ আরও ১৫-২০ জন বের হয়ে এসে এএসআই রেজাউল করিম ও এএসআই মো. করিমের ওপর চড়াও হয়ে তাদেরকে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে হামলাকারীরা রাসেলকে ছিনিয়ে নিয়ে যায়।

পরে ভৈরব থানা পুলিশ খবর পেয়ে আহত দুই পুলিশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় জড়িতদের ধরতে বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102