অর্থ কলেঙ্কারির ঘটনায় আটক পি কে হালদারকে দু’দফায় মোট ১৩ দিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে। এ তথ্য জানিয়েছেন ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের স্পেশাল সিবিআই- ১ নম্বর আদালতে ভারতীয় সময় দুপুর দুইটায় পি কে ও তার ৫ সহযোগীকে উপস্থিত করা হবে। প্রথম দফায় তিন দিন এবং দ্বিতীয় দফায় দশ দিন হেফাজতে থাকার পর কারাগারে জেরা করার অনুমতি চাইতে পারে ইডি।
উল্লেখ্য, গত ১৪ মে সকালে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অভিযান চালিয়ে পি কে হালদারকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন, অশোকনগরের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দারা আরও জানায়, নাম পাল্টে পশ্চিমবঙ্গের অশোকনগরের ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন পিকে হালদার। তিনি সেখানে নিজের নাম শিব শংকর হালদার বলে পরিচয় দিতেন বলে জানিয়েছে গোযেন্দা সংস্থা ইডি।
ইডির বরাত দিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানায়, পিকে হালদার রেশন কার্ড, ভারতের জাতীয় পরিচয়পত্র, আয়কর দফতরের পরিচয়পত্র পি এ এন (প্যান) ও আধার কার্ডের মতো ভারতীয় বিভিন্ন সরকারি পরিচয়পত্র জালিয়াতি করে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে অবস্থান করছিলেন।
বাংলাদেশ থেকে অবৈধ টাকা পাচার করে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় পি কে হালদার সম্পত্তি কিনেছেন বলে অভিযোগ রয়েছে।