বুধবার (৬ অক্টোবর) মহালয়া উপলক্ষে নিজের ফেসবুকে তিনটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। তাতে দুর্গা রূপে দেখা গেছে এ অভিনেত্রীকে। তার পরনে ছিল, লাল পাড়ের সাদা শাড়ি। সিঁথিতে লাল সিঁদুর, হাতে শাঁখা-পলা, শরীরে সোনার গহনা।
তার সঙ্গে ত্রিশূল ধরতেও ভোলেননি টালিউডের এ নায়িকা। মঙ্গল-শঙ্খ, পদ্ম হাতেও ছবিতে দেখা গেছে শ্রাবন্তীকে। ছবিতে নজরকাড়া রূপে দেখা গেছে শ্রাবন্তীকে। কিন্তু দুষ্টু নেটিজেনরা নিতেই পারেই ছবিগুলো। করে বসেছেন কটূ আক্রমণ।
একজন সরাসরি শ্রাবন্তীকে আক্রমণ করে লিখেছেন, ‘আপনি দুর্গা নন, দ্রৌপদী।’ আরেকজন লিখেছেন, ‘আপনার দুর্গা সাজা উচিত হয়নি।’ আরেকজন আবার লিখেছেন, ‘আগে নিজের চরিত্রটা বদলান, তারপর দেবী সাজবেন।’
গেল বছর দুর্গাপূজার পর রোশান সিংয়ের সঙ্গে আলাদা হওয়ার খবর প্রকাশ্যে আসে শ্রাবন্তীর। এরপর সময় যত এগিয়েছে, তাদের দূরত্ব আরও বেড়েছে। যদিও শ্রাবন্তীকে ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন রোশান। বিচ্ছেদ চান না তিনি, সংসার করতে চান শ্রাবন্তীর সঙ্গে।
রোশানের সঙ্গে আইনি সমাধান হওয়ার আগে টালিপাড়ায় নতুন গুঞ্জন শোনা গেছে শ্রাবন্তীকে নিয়ে। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে সর্ম্পকে জড়িয়েছেন এ নায়িকা। এমন কানকথাই ভেসেছে টালিপাড়ায়। সংবাদমাধ্যমে এ নিয়ে শিরোনাম হলেও মুখ খোলেননি কেউ। তবে অনেকে বলছেন, যা রটে-তা কিছুটা হলেও বটে।
মাত্র ১৬ বছর বয়সে ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। এরপর ২০১৬ সালে মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন নায়িকা। বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ২০১৯ সালের শেষের দিকে চূড়ান্ত হয় কৃষাণ-শ্রাবন্তীর ডিভোর্স। কয়েক মাসের মাথাতেই রোশানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী।
এরপর হানিমুন, একসঙ্গে আদুরে ছবি থেকে রোমান্টিক টিকটিক ভিডিও পোস্ট করতেন এই জুটি। তবে গত বছর পূজার আগে ছন্দপতন। রোশানের ফ্ল্যাট ছেড়ে চলে যান শ্রাবন্তী। সংবাদমাধ্যমের কাছে সেই খবর ফাঁস হতে বেশি সময় লাগেনি।