নির্বাচন নয়, দেশকে অস্থিতিশীল করতে বিএনপি দেশে বিদেশে গোপন বৈঠক করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল খালেকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে একথা বলেন মন্ত্রী।
এসময় তিনি বলেন, বিএনপি রাজনৈতিকভাবে ষড়যন্ত্রের ওপর প্রতিষ্ঠিত। এ করোনা সংকটেও মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি মধ্যপ্রাচ্যে গোপন বৈঠকে ষড়যন্ত্র করছে।
সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক এসময় উপস্থিত ছিলেন।