দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহ’কে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা।
শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে সংস্থাটির চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা শুভেচ্ছা বাণী জানান।
আনোয়ার-ই-তাসলিমা বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহা। যা মুসলিম উম্মা’র বড় ধর্মীয় উৎসব। মহান রাব্বুল আলামিনের নির্দেশে স্বীয় পুত্র ঈসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে আদি পিতা হযরত ইব্রাহিম (আ.) মহান প্রতিপালক আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও আকুন্ঠ আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অতুলনীয়।
তিনি আরও বলেন, মুসলমানদের জীবনে জীবনে ঈদুল আজহা এবং কোরবানির গুরুত্ব অপরিসীম। লোক দেখানো নয়, প্রকৃত কোরবানিই কোরবানি দাতাকে অত্যন্ত দ্রুত মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যে হাসিল করে।
ঈদুল আজহা আমাদের শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। মহান আল্লাহ সবার কোরবানি কবুল করুক এবং সবাইকে সুখে রাখুক, মানুষে মানুষের প্রতি প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় হউক এ প্রত্যাশাই রইলো।