ads
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম

দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে শেরপুরে জাতীয়তাবাদী ওলামাদলের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৫৩ বার পঠিত

শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিকেলে শেরপুর জেলা কালেক্ট্ররেক্ট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শেরপুর জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মোঃ হাফিজুর রহমান খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী জুবায়ের ইবনে সালেহ, কাজী আবুজর মোঃ আল-আমিন, সদর উপজেলার মাওলানা আঃ রহমান, মাওলানা মোর্শেদ আলম।

এসময় বক্তারা বলেন, ধর্ষণ প্রতিরোধে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখা আমাদের একান্ত প্রয়োজন। ধর্ষণ প্রতিরোধে ইসলামি শারিয়ার বিধান প্রকাশ্য ও দৃষ্টান্তমূলক শাস্তি। ধর্ষণ প্রতিরোধে এই আইনের প্রচলন করা গেলে শিশু আছিয়ার মত কেউ ধর্ষিতা হবে না।

মানববন্ধনে অন্যানোদের মধ্যে নালিতাবাড়ী ওলামা দলের সভাপতি হাফেজ মোঃ আব্দুল্লাহ্, সাধারণ সম্পাদক মৌলভী মোঃ আব্দুল আলীম, ঝিনাইগাতী উপজেলা ওলামা দলের আহ্বায়ক আবুল হোসেন সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা রবিউল ইসলাম রুবেল,নকলা উপজেলার মাওলানা নুরুল আলম, শ্রীবরদী উপজেলার আহ্বায়ক হাফেজ মাসুদুর রহমান, কাজী আবু তাহের প্রমুখ সহ বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে ওলামা দলের নেতাবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা, উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102