সোমবার (১৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঘাট এলাকায় এ দৃশ্য দেখা যায়। এ সময় প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় বসে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।
জানা গেছে, আজ সোমবার ফেরিঘাটের জিরোপয়েন্ট থেকে গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটারজুড়ে রয়েছে গাড়ির দীর্ঘ লাইন। এ সময় সিরিয়ালে বসে থেকে ফেরিতে ওঠার জন্য অপেক্ষার প্রহর গুনছেন যাত্রী ও চালকরা। তবে ঘাট কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবোঝাই ট্রাক পারাপার করছে।
বাস যাত্রী কামাল হোসেন জানান, সকাল থেকে একই স্থানে বসে আছে। গরমে জীবন শেষ। কখন গাড়ির চাকা চলবে, সেই অপেক্ষায় আছি।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন জানান, আজ সোমবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৯টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপারে চলাচল করছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী গাড়ি ও পচনশীল পণ্যবোঝাই ট্রাক পার করা হচ্ছে।