লঙ্কা-বাংলা সিরিজ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও মিরপুরে দ্বিতীয় দিনের মতো দলগত অনুশীলন করলেন ক্রিকেটাররা। এদিনও ছিলেন ১৬ ক্রিকেটার। তৃতীয় দফা কোভিড টেস্টের পর যোগ দেবেন আইসোলেশনে থাকা অন্যরা। পেসার মোস্তাফিজের ইচ্ছা তিন ফরম্যাটেই দলের নিয়মিত অংশ হওয়া।
মিরপুরে সত্যিকারের প্রাণ ফিরেছে দিন দুই হলো। একঝাঁক ক্রিকেটারের সাথে কোচিংস্টাফের কর্ম ব্যস্ততায় মুখরিত হোম অব ক্রিকেট। রানিং থেকে ওয়ার্মআপ সবখানে অন্যরকম এক উচ্ছ্বলতা। এমন একটা অনুশীলনের জন্য কত অপেক্ষা, সফর হওয়া না হওয়ার কত সমীকরণ…হিসাবের মারপ্যাচ।
প্রথম দিনের মতো এদিনও অনুশীলনে ১৬ ক্রিকেটাররা সাথে ডমিঙ্গো এন্ড কোম্পানি। অন্যরা যোগ দেবেন তৃতীয় ধাপের কোভিড টেস্টের পর…। তবে নিজেদের মতো কোরে তারাও আছেন অনুশীলনে। হালকা বৃষ্টিতে কিছুটা শীতল মিরপুরের পরিবেশ। সিরিজ শেষ পর্যন্ত হচ্ছে কিনা আসেনি তার আনুষ্ঠানিক ঘোষণা। তবে মিরপুরে ক্রিকেটারদের অনুশীলনে সিরিয়াসনেস, ইতিবাচক আবহ দেয়। লঙ্কায় গিয়ে কোয়ারেন্টিনে ঠিক এমন সুযোগটাই চাওয়া বিসিবির। দলগত অনুশীলন চলবে সাথে ঝুকি এড়াতে কোয়ারেন্টিন। দীর্ঘ সময় পর চেনা অনুশীলনের ধরণে ফিরতে পেয়ে তৃপ্ত পেসার মোস্তাফিজুর রহমান।
শুরুর সেই ঝলক নেই কাটার মাস্টারের বোলিংয়ে। তবে তারপরও দলের পেস অ্যাটাকের সবচেয়ে বড় ভরসা দ্য ফিজ। লঙ্কা-বাংলা টেস্ট সিরিজে তাকে খেলাতেই দেয়া হয়নি আইপিএলে ছাড়পত্র। মোস্তাফিজও চান তিন ফরম্যাটে ভরসার প্রতীক হয়ে উঠতে।
মঙ্গলবার ক্রিকেটারদের তৃতীয় দফা করোনা পরীক্ষা সকালে, আর বিকেলে নিয়মিত দলগত অনুশীলনে যোগ দেবেন ক্রিকেটাররা।