সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন অভিনেতা নিলয় আলমগীর। তবে এরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক বিড়ম্বনার মধ্যে পড়েছেন তিনি। স্ত্রীকে নিয়ে হোক বা নিজের ছবি হোক পোস্ট দিলেই তাতে নেগেটিভ কমেন্ট করছে অনেকে। এটি তাকে বিড়ম্বনায় ফেলেছে। এই ঘটনায় নিলয়ের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা তাহসান।

এ নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন নিলয়। তিনি লিখেছেন, ”কি যে একটা সমস্যায় আছি। বিয়ে করেছি, ২য় বিয়ে। হালাল সম্পর্ক, বৈধ সম্পর্ক। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ তো আর করি নাই।
নতুন বউ এর সাথে হাসি খুশি ছবি দিলে কমেন্ট করতেসে এত নির্লজ্জ কেন আপনি, ২য় বিয়ে করসেন আবার বউ এর সাথে ছবি দেন। একা ছবি দিলাম তাতেও সমস্যা বিয়ের পর একা ছবি কেনো। আমার বিড়াল এর সাথে ছবি দিলাম সেটাও সমস্যা।
এক হাজারের উপরে ছবি তুলেছি। গালি খাওয়ার ভয়ে পোস্ট করতে পারছিনা। আমার এত ছবি লইয়া আমি এখন কোথায় যাইবো।”
নিলয়ের পোস্ট শেয়ার করে অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান লিখেছেন, ”প্রতিদিন কাউকে না কাউকে হেয় প্রতিপন্ন করার তাগিদটা কি খুব জরুরি?
এটা কি খ্যাতির বিড়ম্বনা নাকি একটা সামাজিক ব্যাধি?
My heart goes out to you Niloy!
#যশোভিশাপ”