জামালপুরে ধর্ষণের শিকার হয়ে অপমানের হাত থেকে বাঁচতে মা ও বাবার কাছে চিঠি লিখে আত্মহত্যা করেছে ১০ম শ্রেণির এক ছাত্রী। বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে মেলান্দহ উপজেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, আত্মহত্যা করা ওই ছাত্রী মেলান্দহ উপজেলার একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী ছিল। সে স্কুলে যাওয়া-আশার সময় পাশের কান্দারপাড়া গ্রামের খোকা মোল্লার ছেলে তামিম আহাম্মেদ স্বপন তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার সকালে স্বপন ওই ছাত্রীর দুই বান্ধবীকে দিয়ে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। পরে এক বাসায় নিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার হয়ে ওই ছাত্রী বিকেলে বাড়িতে ফিরে ঘরে দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। সন্ধ্যায় তার মা মেয়েকে ডাকতে গিয়ে দরজা না খোলায় জানালা দিয়ে দেখেন মেয়ের মরদেহ ঝুলে আছে। পরে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ সময় তার হাতে লেখা একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে আত্মহত্যার কারণ উল্লেখ রয়েছে।
এ ঘটনায় ছাত্রীর বাবা আবু সাঈদ বাদী হয়ে মেলান্দহ থানায় তামিম আহাম্মেদ স্বপনকে আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী এবং ছাত্রীর পরিবার স্বপনের ফাঁসির দাবি জানিয়েছেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ময়নুল ইসলাম বলেন, ১০ম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ছাত্রীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।