ads
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম

ধর্ষণের হুমকি পেয়ে গায়ে আগুন, ১ মাস পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪০ বার পঠিত

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ধর্ষণের হুমকি পেয়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টার প্রায় এক মাস পর মাদ্রাসাছাত্রীর (১৬) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নে নিজ বাড়িতে মারা যায়।

ওই ছাত্রীর মা জানান, ‌‘আমার মেয়েকে পার্শ্ববর্তী ঠাকুর মল্লিক গ্রামের মৃত মোবারেক ফকিরের ছেলে রাকিব ফকির দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে বিভিন্নভাবে হয়রানি করে রাকিব। বিষয়টি আমাকে জানানোর পর রাকিবের পরিবারের কাছে নালিশ দিই। এতে ক্ষিপ্ত হয়ে তাকে আরও বেশি হয়রানি করতে থাকে রাকিব।’

তিনি বলেন, ‘গত ২১ জানুয়ারি রাকিবের বাড়িতে গিয়ে সাবধান করে আইনের আশ্রয় নেওয়ার হুমকি দিই। এতে আরও ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনে আমার মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেয়। ওইদিন বিকালে সবার অজান্তে নিজ ঘরে শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ২২ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় এবং আর্থিক সংকটে চিকিৎসা করাতে না পেরে বৃহস্পতিবার বাড়ি নিয়ে আসি। পরে সকাল ৮টার দিকে আমার মেয়ে মারা যায়।’

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ওই মাদ্রাসার ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করাসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102