ads
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম

ধামরাইয়ে ২ কোটি টাকার হেরোইনসহ আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

ঢাকার ধামরাইয়ে পাথর বোঝাই একটি ট্রাক থেকে ২ কোটি টাকা মূল্যমানের হেরোইনসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (৯ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৪।

এর আগে, গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়৷ আটককৃতরা হলেন- রাজশাহী জেলার উত্তম কুমার এক্কার ও কংস এক্কার।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পাথর বোঝাই ট্রাকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় দুই কোটি টাকা মূল্যের ১ কেজি ৯৫৮ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। পরে হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

র‌্যাব-৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার বলেন, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক হেরোইন সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর তাকে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102