বিনোদনপাড়ায় নুসরাত জাহান আর নিখিল জৈনের মতো বেশ কিছুদিন ধরেই খবরে আছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তৃতীয় স্বামী রোশনের কাছ থেকে ডিভোর্স নিতে চাইছেন নায়িকা। তবে এখনই ডিভোর্স দিতে রাজি নন রোশন। বউকে কাছে পেতে আদালতেরও দ্বারস্থ হয়েছেন তিনি।
কিন্তু রোশনের সঙ্গে ডিভোর্সের আগেই নতুন সম্পর্ক জাড়ালেন শ্রাবন্তী! গত দু’মাস ধরে এমনই গুঞ্জন। সম্প্রতি শ্রাবন্তীর সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু পোস্ট নায়িকার ‘চতুর্থ’ বিয়ের জল্পনাকেও উসকে দেয়। এর মধ্যেই জানা গেল, শ্রবান্তী এখন ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর প্রেমে মগ্ন।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি অভিরূপের জন্মদিনে হীরার আংটি পরিয়ে দিয়েছেন শ্রাবন্তী। টালিউড অভিনেত্রীর এই উপহারের কথা প্রকাশ্যে না আনলেও অভিরূপের ফেসবুক প্রোফাইলে দেখা গেছে আংটির ছবি।
অভিরূপ তার আঙুলে প্রেমের আংটি পরা ছবির উপরে ভালবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া…ধন্যবাদ’। এই গুরুত্বপূর্ণ মানুষ যে শ্রাবন্তী তা ইন্ডাস্ট্রির কারও জানতে বাকি নেই! তবে সবাই এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।
আংটির ছবি দেখে বোঝা যাচ্ছে, সেটি যেমন তেমন আংটি না। প্রথমে ইংরেজির ‘আই’ অক্ষরের চিহ্ন। তার পরে দ্যুতিময় হীরা। তার পাশেই হৃদয়ের চিহ্ন। শ্রাবন্তী যে অভিরূপকে কতটা ভালবাসেন এই আংটিই তার প্রমাণ!
নতুন প্রেমের কথা প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। এই ভরা বর্ষায় তার জীবনে বৃষ্টি পড়ছে নতুন রূপে। রাজনীতির খেলা শেষ হতেই নায়িকা আর তার প্রেমিক দুইদিনের জন্য ঘুরে এসেছিলেন পাহাড়ে। যদিও সাবধানতা বজায় রেখেই ছবিগুলো পোস্ট করা হয়েছিল। একাই নায়িকা পাহাড়ের সঙ্গে তার ছবি দিয়েছিলেন। ছবিগুলোর কোথাও ‘থ্রো ব্যাক’ বা পুরনো ছবিও লেখা ছিল না।
অভিনেত্রী আর ব্যবসায়ীর রসায়ন টালিপাড়ায় খুব পরিচিত বিষয়। তবে এই ব্যবসায়ী আবার অভিনেত্রীর প্রতিবেশী। ফলে প্রেম ঘন হতে খুব বেশি সময় লাগেনি।