‘নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারি) সকালে, বরিশাল নগরীর ১১১নং সিসটারস ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এসময় তিনি বলেন, করোনা মহামারির মধ্যেও বর্তমান সরকারের প্রচেষ্টায় শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে সেই কথা চিন্তা করে নতুন বই বছরের প্রথম দিনই বিতরণ করা হয়েছে। সরকারের কাছে শিক্ষার উন্নয়নের প্রাধান্য বেশি।
বই বিতরণ উৎসবে বরিশাল সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লতিফ মজুমদার ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহাফুজা বেগম।
এদিকে, নতুন বই পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন বরিশালের ক্ষুদে শিক্ষার্থীরা। বরিশাল বিভাগে প্রাথমিকের ১২ লাখ শিশু শিক্ষার্থীকে নতুন বই দেয়া হবে।