বাংলা চলচ্চিত্রের কুইন বলা হয় তাকে। যিনি তার চলচ্চিত্র ক্যারিয়ারে এখন পর্যন্ত প্রায় ১০০টির মতো ছবিতে অভিনয় করে চলচ্চিত্র প্রেমীদের মনে রাণী হয়ে আছেন। বলছি নায়িকা অপু বিশ্বাসের কথা। বড়পর্দার পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। সেই ধারাবাহিকতায় এবার নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন অপু বিশ্বাস।
আজ ২৮ আগস্ট রাজধানীর কারওয়ান বাজারে একটি স্টুডিওতে এসএমসির এ বিজ্ঞাপনটির দৃশ্যধারণ করা হয় বলে জানান অপু বিশ্বাস।
অপু বলেন, ‘সিনেমার পাশাপাশি ভালো বিজ্ঞাপনের অফার পেলে করি। এসএমসির এই বিজ্ঞাপনটি একটু ব্যতিক্রম মনে হয়েছে। তাই কাজটি করছি। এর মাধ্যমে মানুষের সচেতন হওয়ারও সুযোগ আছে।’
এদিকে ঈদের আগে বন্ধন বিশ্বাসের পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত ‘ছায়াবৃক্ষ’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন এ নায়িকা।
এ ছাড়া ডায়েল রহমানের পরিচালনায় ‘ঈশা খাঁ’ এবং সোলায়মান হোসেন লেবুর পরিচালনায় ‘প্রেম প্রীতি বন্ধন’ নামে দুটি সিনেমায়ও অভিনয় করছেন অপু বিশ্বাস।
মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমাটি।