কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
শনিবার (৩০ আগস্ট) রাতে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী নাফ নদীর তীর এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, খারাংখালী বিওপি দায়িত্বপূর্ণ বিআরএম ১৫-১৬ এর মধ্যবর্তী এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান পাচার হতে পারে, এমন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর এক চোরাকারবারিকে দুটি প্লাস্টিকের বস্তা নিয়ে নাফ নদী সাঁতরে বেড়িবাঁধে উঠতে দেখে টহলদলের সদস্যরা চ্যালেঞ্জ করে।
চোরাকারবারি দূর থেকে বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করে তার সঙ্গে থাকা বস্তা দুটি ফেলে লাফ দিয়ে নাফনদীতে নেমে সাঁতরে শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরে টহলদল ইয়াবা চোরাকারবারির ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা দুটি উদ্ধার করে।
উদ্ধারকৃত প্লাস্টিকের বস্তা দুটি খুলে গণনা করে ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।