ads
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

নবম অধিবেশনেও সংসদে ঢুকতে পারবেন না সাংবাদিকরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৩৬ বার পঠিত

করোনা পরিস্থিতিতে সংসদের পরবর্তী অধিবেশনেও গণমাধ্যম কর্মীরা সংসদ ভবনে গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারবেন না। এ বিষয়ে সংসদ সচিবালয় কার্ড ইস্যু করবে না বলে জানিয়ে দেয়া হয়েছে ৷

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদ সচিবালয়ের থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে, আগামী ৬ সেপ্টেম্বর সকাল ১১টায় একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হতে হবে। আপনারা দীর্ঘদিন ধরে জাতীয় সংসদে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে সংসদ অধিবেশন কাভার করে আসছেন। কিন্তু করোনাভাইরাসের এই বিশেষ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে বাজেট অধিবেশনের মত আসন্ন নবম অধিবেশনেও জাতীয় সংসদ সচিবালয় সাংবাদিকদের কার্ড ইস্যু করছে না।

এমতাবস্থায় বাংলাদেশ টেলিভিশন/সংসদ বাংলাদেশ টেলিভিশন/বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে জাতীয় সংসদের কার্যক্রম কাভার করতে গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৬ সেপ্টেম্বর থেকে জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার কারণে সংসদে সাংবাদিকদের প্রবেশ করতে বারণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102