ads
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন

নাইন মার্ডার মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল মজিদ খান রিমাণ্ডে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৭ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নয় ছাত্র-জনতা হত্যার মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি মো. আব্দুল মজিদ খানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম এ আদেশ দেন।

নাইন মার্ডার মামলার তদন্তকারী কর্মকর্তা ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা গত সপ্তাহে আদালতে তার পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিলেন।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার উপস্থিতিতে শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

ওসি মো. গোলাম মোস্তফা বাংলানিউজকে এ তথ্য দিয়েছেন।

এর আগে ছাত্র আন্দোলন চলাকালে গত ০৫ আগস্ট বানিয়াচং থানার সামনে নয়জনকে গুলি করে হত্যা করা হয়। এ মামলায় গত ১০ ফেব্রুয়ারি আব্দুল মজিদ খানকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে এনে ১৮ ফেব্রুয়ারি আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আব্দুল মজিদ খান হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলার বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে তিনবারের সাবেক এমপি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102