নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাগর হাসান (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) রাতে উপজেলার কল্যান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাগর উপজেলার কল্যান্দী শেখ বাড়ি এলাকার কবির হাসানের ছেলে। উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি।
সোমবার (২১ এপ্রিল) তাকে আটকের তথ্য জানায় পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন গণমাধ্যমকে জানান, গোপনে খবর পেয়ে সাগর হাসানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।