নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের বুকে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বুধবার (৯ ডিসেম্বর) মেহেরপুর জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদফতর আয়োজিত বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনাসভা এবং জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নে জননেত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ একটি সুদৃঢ় অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের বুকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করতে হলে নারীদের দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাদের বিভিন্ন কাজের সুযোগ সৃষ্টি করে দিতে হবে যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে সমাজে স্থান করে নিতে পারে।
নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হলে বিভিন্ন ক্ষেত্রে নারী উদ্যোক্তা তৈরি করতে হবে। এ জন্য তাদের যথাযথ প্রশিক্ষণের বিকল্প নেই। এ বিষয়ে মহিলাবিষয়ক অধিদফতরকে আরও গতিশীলভাবে কাজ করতে হবে বলে জানান জনপ্রসাশন প্রতিমন্ত্রী।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ সময় বলেন, বাল্যবিবাহের ফলে নারীরা অনেক পিছিয়ে পড়ে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। তিনি এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মো. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মহিলাবিষয়ক অধিদফতর, মেহেরপুরের উপপরিচালক মোছম্মত নাছিমা খাতুন স্বাগত বক্তব্য প্রদান করেন।
প্রতিমন্ত্রী এরপর ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থবছরের ভাতাভোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে হেলথ ক্যাম্প-২০২০-এর উদ্বোধন করেন।