ads
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

নাহিদ ইসলামকে আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৪ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বলেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার (২৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন হাসনাত।

মূলত আজ অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টার জন্মদিন। সেই উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে পোস্টটি করলেন তার সহযোদ্ধা হাসনাত।

সোমবার ফেসবুকে একটি ছবি আপলোড করেছেন হাসনাত। যেখানে দেখা যাচ্ছে, নাহিদ ইসলামের সঙ্গে বসে আছেন তিনি। দুজনে হাস্যোজ্জ্বল তাকিয়ে আছেন ক্যামেরার দিকে।

ছবির ক্যাপশনে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম। ’

পোস্ট দেওয়ার পর দুই ঘণ্টায় তিন লাখ রিঅ্যাক্ট জমা পড়েছে, যার মধ্যে এক লাখ ১৩ হাজারই ‘লাভ রিঅ্যাক্ট’। ছবির মন্তব্যের তলায় নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শত শত নেটিজেন।

এম নুর হাসান নামে একজন লেখেন, ‘শুভ জন্মদিন জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক’।

জাহেদুল হক মানিক নামে আরেকজন লেখেন, ‘জীবনের প্রতিটি পদক্ষেপ হোক নিরাপদ ও বরকতময়। শুভ জন্মদিন। ’

নেটিজেন মো. বাবু লেখেন, ‘শুভ জন্মদিন, বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম! ভবিষ্যতে তো আপনিই হবেন আমাদের দেশ সেরা হিরো, যে এক হাতে দেশের উন্নতি আর আরেক হাতে কেক কাটবেন!’

আগামীর প্রধানমন্ত্রী বলাকে ‘বেশি হয়ে গেছে’ বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

আয়েশা শর্মিলা লেখেন, ‘শুভ জন্মদিন। জুলাই বিপ্লবে যেমন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ভবিষ্যতেও সবকিছুর ঊর্ধ্বে গিয়ে যদি সঠিক পথে দেশ পরিচালনায় যোগ্য হন তবে আমরাও আপনাদের সমর্থন করে যাব। তবে বিভিন্ন সময়ে সারজিস আলম, আসিফ মাহমুদসহ অনেকের নামে অর্থ লোপাট, সুপারিশ সম্পর্কিত বিষয়গুলো ধোঁয়াশার জন্ম দিয়েছে। এসব বিষয়ে আমরা খুবই হতাশ। ’

অবশ্য হাসনাতই নন; এর আগে ‘নাহিদ ইসলাম একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন’ বলে মন্তব্য করেছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

নাহিদের প্রশংসা করে গত ২৫ ফেব্রুয়ারি ফেসবুকে প্রেসসচিব লিখেছিলেন, দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলাম। তার বয়স মাত্র ২৬ এবং ইতিমধ্যে একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহ নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ জানেন, একদিন তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ১৬:৩১
  • ১৮:২৮
  • ১৯:৪৭
  • ৫:২৮
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102