ads
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

নিউমোনিয়ায় মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৫ বার পঠিত

তাইওয়ানের জনপ্রিয় অভিনেত্রী বার্বি হসু মারা গেছেন। ৪৮ বছর বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) তাইওয়ানের টিভিবিএস নিউজকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বোন ডি হসু।

বিবিসি বলছে, ২০১১ সালের হিট টিভি সিরিজ ‘মিটিওর গার্ডেন’- এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন বার্বি। এই টিভি সিরিজের কারণে মান্দারিনভাষী হসু ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডেও বেশ জনপ্রিয় হয়ে উঠেন।

জাপান ভ্রমণকালে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। সোমবার তাইওয়ানের টিভিবিএস নিউজকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বোন ডি হসু।

ডি হসু এক বিবৃতিতে বলেন, নতুন বছরে আমাদের পরিবার ছুটি কাটাতে জাপানে এসেছিল। আমার প্রিয় বোন বার্বি দুর্ভাগ্যবশত ইনফ্লুয়েঞ্জার কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন।

মৃত্যুকালে তিনি তার স্বামী দক্ষিণ কোরীয় গায়ক ডিজে কু এবং তার আগের পক্ষের দুই সন্তানকে রেখে গেছেন। ২০২১ সালে চীনা ব্যবসায়ী ওয়াং জিয়াওফেই এর সঙ্গে ১০ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন বার্বি।

১৭ বছর বয়সে হসু তার বোন ডি’র সঙ্গে পপ জুটি হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীকালে তারা তাদের অ্যানিমেটেড স্টাইল এবং হাস্যরসের (সেন্স অব হিউমার) জন্য টিভি উপস্থাপক হিসেবে বিখ্যাত হয়ে উঠেন। তবে ১৯৯০ এর দশকে টিভি সিরিজ ‘মিটিওর গার্ডেন’ হসুকে জনপ্রিয় তারকায় পরিণত করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102