হঠাৎ করেই কী এমন হলো নুসরাত আর নিখিল জৈনের মধ্যে যে টলিউড অভিনেত্রী নুসরাতকে বিয়ের ছয় মাস না যেতেই একা থাকতে হবে? এর সঙ্গে আলোচনায় উঠে আসে সেপ্টেম্বরেই মা হতে চলেছেন তিনি। তাই এ বিষয়গুলো নিয়ে সকলেরই কৌতুহল ছিল।
এবার টলি অভিনেত্রী একে একে সবার সব কৌতুহল মিটিয়েছেন। বুধবার সকালে নিজের স্টোরিতে গুরু গোপাল দাসের একটি পোস্ট দেন নুসরাত। সেখানে তিনি লেখেন, কারও জন্য মনে কোনও নেগেটিভ ফিলিং থাকলে তা ধরে রাখতে নেই। কারণ, তোমার জীবনে শান্তির প্রয়োজন
সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে এ নিয়ে ময়নাতদন্ত শুরু হয়ে গেছে। কেউ কেউ বলতে শুরু করেছেন, লিভ-ইন পার্টনার নিখিল জৈনকে হয়ত ক্ষমা করে দিয়েছেন এই অভিনেত্রী।
আবার কারও মতে, বিভিন্ন সময় কটূক্তি ছুঁড়ে দেয়া জনতাকে তিনি ক্ষমা করে দিয়েছেন। তিনি যাকেই ক্ষমা করুন না কেন নুসরাত যে এখন প্রশান্তির খোঁজে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
নুসরাত এদিন নিজের কয়েকটি ছবিও পোস্ট করেছেন। সকালে গাছে পানি দেয়ারর একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নিজেকে ভালো রাখার ক্ষমতা রয়েছে নিজের কাছেই’।