দারুল উলুম দেওবন্দের সাবেক মেধাবী ছাত্র নিখোঁজ মুফতি মিজানুর রহমান কাসেমীকে ফেরতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কাসেমীর বাবা আব্দুল ওয়াহাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আব্দুর রহিম কাসেম।
মানববন্ধনে সম্মিলিত কওমি প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়ার সমন্বয়ক মাওলানা আশরাফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নিখোঁজ মুফতি মিজানুর রহমানের শ্বশুর কাজী এরশাদুল হক, বড় ভাই রফিকুল ইসলাম রতন মাস্টার, মুফতি এরশাদুল্লাহ কাসেমী, মুফতি তোফায়েল আহমদ নোমান, মুফতি যুবায়ের সাইফুল্লাহ, মাওলানা মনির হোসাইন, মাওলানা সৈয়দ আবুল কাসেম, মাওলানা নাঈমুল হক সাদেকী প্রমুখ।
বক্তারা বলেন, ১ সেপ্টেম্বর চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা থেকে ব্রাহ্মণবাড়িয়া নিজ বাড়িতে আসার সময় নিখোঁজ হন মাওলানা মিজানুর রহমান কাসেমী। বহু খোঁজাখোঁজি করেও তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। অতি দ্রুত তার সন্ধান চেয়ে প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়।