সম্প্রতি রাজধানী ঢাকায় নিরাপদ সড়কের দাবি তুলেছেন শিক্ষার্থীরা। বেপরোয়াভাবে যানবাহন চলাচলের জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রাণ হারাতে হচ্ছে। এর প্রতিবাদেই নিরাপদ সড়কের দাবি তুলেছেন তারা। আর দেশের চলমান এই পরিস্থিতির মধ্যে নিরাপদ সড়কের দাবি জানালেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। তবে তা বাস্তবে নয়, সিনেমার গানের একটি দৃশ্যে।
শুক্রবার (৩ ডিসেম্বর) শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিক্ষোভ’ সিনেমার ‘নিরাপদ সড়ক চাই’ শিরোনামের গান প্রকাশ পায়। আর এই গানেই নিরাপদ সড়কের দাবিতে মুষ্টিবদ্ধ হাত তুলতে দেখা যায় অভিনেত্রী শ্রাবন্তীকে।
গানটি ইউটিউবে প্রকাশের আগে এক ভিডিও বার্তায় শ্রাবন্তী বলেন, আমি ও শান্ত খান অভিনীত ‘বিক্ষোভ’ সিনেমার একটি গান প্রকাশ হচ্ছে আজ। ‘নিরাপদ সড়ক চাই’ শিরোনামের গানটি ভীষণ প্রতিবাদী। আপনারা শুনবেন আর অবশ্যই প্রতিক্রিয়া জানাবেন, আপনাদের কাছে কেমন লাগলো।
নায়িকা আরও বলেন, ‘অনেক দিন পর আমি একটা অন্য ধরনের সিনেমায় অভিনয় করেছি। আশা করছি, আপনাদের কাছে ভালো লাগবে গানটি।’
শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমাটিতে শ্রাবন্তী ও শান্ত ছাড়াও আরও অভিনয় করেছেন কলকাতার রজতাভ দত্ত, রাহুল দেব প্রমুখ।