অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যে নির্বাচনের জন্য তাড়াহুড়া করায় সরকারের কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে কোনো রাজনৈতিক দল দেশ দরদি হিসেবে কাজ করেছে তার প্রমাণ নেই।
দেশ নিয়ে বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে চরমোনাই পীর বলেন, যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সকল স্তরের মানুষকে দেশপ্রেমিকের ভূমিকায় অবতীর্ণ হয়ে তা প্রতিহত করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতৃত্বে ফরহাদ-মহিউদ্দিনঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতৃত্বে ফরহাদ-মহিউদ্দিন
এসময় ইসলামী শ্রমিক আন্দোলনের ২০২৫ সেশনের কমিটি ঘোষণা করেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।