গাজীপুরের শ্রীপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলা ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালিয়েছে স্থানীয় কয়েক ব্যবসায়ীসহ দুর্বৃত্তরা। হামলায় শ্রীপুর ভূমি অফিসের চার কর্মচারী আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীপুরের বরমী বাজারের পল্টন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তের নাম নাঈম সরকার (২২)। তিনি বরমীর পাঠানটেক এলাকার মৃত আব্দুল্লাহ আল বাকীর ছেলে। সরকারি কাজে বাধা দেওয়ায় তাকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
হামলায় আহতরা হলেন- শ্রীপুর উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক মঞ্জুরুল ইসলাম, নাজমুল ইসলাম, রোকনুজ্জামান ও চালক মামুন হোসেন। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল কুমার হালদার জানান, গাজীপুর জেলা পাট অধিদফতরের পরিদর্শক ফাইজুল্লাহকে নিয়ে বরমী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই বাজারের পল্টন মোড়ে গাড়ি থেকে নামার পরই জামান অ্যান্ড ব্রাদার্সের মালিক ব্যবসায়ী জামান ভূঁইয়া, আব্দুস সালাম এবং চাল ব্যবসায়ী ওয়াহিদের নেতৃত্বে কয়েকজন ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায়। এতে ভূমি অফিসের চার কর্মচারী আহত হয়। এ সময় পুলিশ নাঈম সরকারকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, আগামীকাল নাঈমকে আদালতে পাঠানো হবে। অভিযুক্ত অন্যান্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।