টুইটারে প্রকাশ্যে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলকে বিয়ের প্রস্তাব দেন বন্ধু ফয়সাল প্যাটেল।
প্রয়াত কংগ্রেস নেতার ছেলে টুইটারে অভিনেত্রীকে লেখেন, ‘সবার সামনেই প্রস্তাব দিচ্ছি তোমায়। আমায় বিয়ে করবে?’
তবে শেষ পর্যন্ত টুইটটি তড়িঘড়ি মুছে দেন ফয়সাল। তবে ওই স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। আমিশা-ফয়সালে বিয়ের গুঞ্জন বলিউডে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা বলেন, আমি এখন কোনো সম্পর্কে জড়াতে আগ্রহী নই।
তিনি আরও জানিয়েছেন, ফয়সাল তার ভালো বন্ধু। নেহাত ইয়ার্কি করেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ফয়সাল সেই টুইট না মুছে দিলে আমিশাও নিজের মতো করে একটি মজার উত্তর দিতেন।
কদিন আগে প্রয়াত রাজনীতিক আহমেদ প্যাটেলের পুত্রের জন্মদিনে টুইটারে তাকে শুভেচ্ছা জানান ‘কহো না প্যায়ার হ্যায়’-র নায়িকা আমিশা। এদিকে আবেগ ধরে না রাখতে পেরে জবাবে সরাসরি বিয়ের প্রস্তাব দেন ফয়সাল।
আমিশা যাই-ই বলুক না কেন, বলিউড অন্দরের দুজনের প্রেমের গুঞ্জন উড়িয়ে দেয়া যাচ্ছে না।