নেত্রকোণার গুমাই নদীতে ট্রলারডুবি; উদ্ধার করা হয়েছে ১০ জনের মরদেহ।
তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, সকালে উপজেলার রাজানগর গ্রামে গুমাই নদীতে ট্রলারডুবির ঘটনাটি ঘটে। তবে ট্রলারে কয়জন যাত্রী ছিলো এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে এই ট্রলারটি ডুবে গেছে।
এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে উপজেলা প্রশাসন ও স্থানীয়রা।