নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় হাজেরা আক্তার (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের ধাক্কায় সদর উপজেলার রাজুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাজেরা আক্তার রাজুর বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হাজেরা আক্তার বাড়ির সামনে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে রাজুর বাজারে কেনাকাটা করতে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে নিচে পড়ে যান তিনি। এতে মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান হাজেরা আক্তার।