নেত্রকোনায় জমির চারাগাছ খেয়েছে এ অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবি পড়ুয়া এক শিক্ষার্থী ও তার মায়ের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে একই গ্রামের দুই যুবক আপেল ও লাল চান নামে দুই যুবকের বিরুদ্ধে।
ওই দুই যুবকের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ করেন ঢাবির বাংলা শেষবর্ষের এ শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে (১৬ সেপ্টেম্বর) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামে। এ ঘটনায় খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ লালচান (২৫) নামের এক যুবককে আটক করেছে।
ভুক্তভোগী আতকাপাড়া গ্রামের মৃত আবু শ্যামার মেয়ে কেয়া আক্তার কাকলি জানান, তার বাবা নেই। মা ভাই ও তিন বোনের সংসার তাদের। তাদের গাভীর একটি বাছুর হয়েছে গত একমাস আগে। পাশের রাজু মিয়ার ছেলে আপেল ও লালচান দুপুরের দিকে এসে তাদের বাড়িতে অভিযোগ করে গরুর বাছুর তাদের জালা ক্ষেত (চারাগাছ) খেয়েছে। কিন্তু একমাস বয়সী বাছুর কখনোই ঘাস খেতে পারে না। এ বিষয়ে কেয়া এবং তার মা হোসনে আরা কথা বলতে গেলে তাদের সাথে আপেল ও লালচান বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে মা-মেয়ে দুজনকেই মারধর করে তারা। এতে কেয়ার মাথা ফেটে যায়।
বাড়ির লোকজন কেয়াকে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লালচানকে আটক করেছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, আমি নেত্রকোনার বাইরে আছি। খোঁজ নিয়ে দেখছি কি ব্যবস্থা নেয়া যায়। বলেন, অপরাধীদের শাস্তির আওতায় আনা জরুরি সে যেই হোক।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি মো. মাজাহারুল করিম জানান, ঘটনাস্থল থেকে লালচান নামের এক যুবককে আটক করা হয়েছে।