করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নোয়াখালী পৌর শহরের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। ৫৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম শ্রীমান দত্ত। তিনি পৌর শহরের সোনাপুর এলাকার বাসিন্দা। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৮০ জন। এদিকে জেলায় নতুন করে আরও ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে তথ্যগুলো নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
সদর উপজেলা করোনা ফোকাল পার্সন ডা. নিলিমা ইয়াছমিন বলেন, অসুস্থ অবস্থায় ৮ আগস্ট শ্রীমান দত্তের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরদিন করোনা শনাক্তের পর উন্নত চিকিৎসার জন্য উনাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে ওই হাসপাতালে মারা যান তিনি।
সিভিল সার্জন জানান, গত ২৪ঘন্টায় জেলা আক্রান্ত হয়েছেন আরও ৩৬ জন। যার মধ্যে সদরে ১০, সুবর্ণচরে ২, বেগমগঞ্জে ১, সোনাইমুড়ীতে ১, চাটখিলে ১, সেনবাগে ৩, কবিরহাটে ৬ ও কোম্পানীগঞ্জে ১২ জন। জেলা মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৬১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫৭, আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৩২৪ ও মারা গেছেন ৮০ জন রোগী।