পঞ্চগড়ের বোদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দন রায় (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৪ই মে) দুপুরে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ঠিলামনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চন্দন রায় একই ইউনিয়নের সর্দারপাড়া এলাকার কৃষ্ণ বর্মনের ছেলে।
বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) লিপন কুমার বসাক বলেন, ঠিলামনি গ্রামে রমেশ চন্দ্রের বাড়িতে ঘরের কাজ করতে যান চন্দন। একপর্যায়ে ঘরের চালার উপরে উঠলে চন্দন বিদ্যুতায়িত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পল্লী বিদ্যুতের একটি তার ওই টিনশেট ঘরের চালায় লেগে থাকায় আগে থেকেই তা বিদ্যুতায়িত হয়ে ছিল।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।