সাত ডাকাতি ও চারটি চুরির মামলা আসামী ডাকাত সুলতান ওরফে রুবেলকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে, পঞ্চগড় জেলা শহরের সিঅ্যান্ডবি মোড় এলাকার একটি বাগান বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের খাতায় চিহ্নিত ডাকাত সুলতানের বাড়ি বোদা উপজেলার মাড়েয়া বেতবাড়ি এলাকায়। সে ওই এলাকার ইমান আলী ওরফে মনছুর আলীর ছেলে।
পুলিশ জানায়, সুলতানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭ টি ডাকাতি ও ৪ টি চুরির মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিল পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার কাইয়ুম আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পঞ্চগড় থানার ওসি আক্কাছ আহমেদ বলেন, সুলতান চিহ্নিত ডাকাত। তার নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।