পটুয়াখালীর গলাচিপার গোলখালী ইউনিয়নের বলাযবুনিয়ার ৭নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জেরে মেহেদী পোল্ট্রি ফার্মের ৬০০ মুরগি মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে মুরগিগুলো মেরে ফেলা হয়।
মেহেদী পোল্ট্রি ফার্মের মালিক মো. ফেরদৌস চকৌদার জানান, শুক্রবার রাত ১২টার সময় একই এলাকার মৃত নুরু শরীফের ছেলে মিলন শরীফ আমার ফার্মের কাছে থেকে তড়িঘড়ি করে বাড়ির দিকে যাচ্ছিলেন। তাকে দাঁড়াতে বললেও তিনি আমার কথা না শোনার ভান করে পালিয়ে যান।
বাড়ি এসে আমি এবং আমার স্ত্রী মোসা. আকলীমা বেগম মুরগির ফার্মে গেলে মুরগিগুলোকে গ্যাসের কারণে ছটফট করতে দেখি। সকাল হতে না হতেই আমার ৬০০ মুরগি মারা যায়। এ বিষয়ে আমি আইনি পদক্ষেপ নিব।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, আমরা এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।