চট্টগ্রাম নগরের পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ৮০ বোতল বিদেশি মদ ও ৩৬ ক্যান বিয়ারসহ তিনটি লাইফবোট জব্দ করা হয়েছে
শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া একটার দিকে এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সুয়াইব বিকাশ জানান, কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকের একটি চালান পাচার হবে।
এমন গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন মাদক কারবারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা তিনটি লাইফবোটে তল্লাশি করে ৮০ বোতল বিদেশি মদ (হাই কমিশনার) ও ৩৬ ক্যান বিয়ার (সাইগন লেজার) উদ্ধার করে। এসময় ৩টি লাইফ বোটও জব্দ করা হয়। উদ্ধার বিদেশি মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে।