ads
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মা সেতু কেবলই অর্জন নয়, স্বনির্ভর বাংলাদেশের সোনালী স্বাক্ষর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

স্বপ্নের পুরো পদ্মা সেতু এখন দাঁড়িয়ে। মাওয়া ও জাজিরাকে জুড়ে দিল ছয় দশমিক এক পাঁচ কিলোমিটারের সেতু।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ১২টা দুই মিনিটে সবশেষ ৪১ নম্বর স্প্যানটি বসানোর ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো পুরো বাংলাদেশ। পদ্মা সেতু কেবলই অর্জন নয়, স্বনির্ভর বাংলাদেশের সোনালী স্বাক্ষর।

সেতুর কাজ শুরুর পর ৫ বর্ষায় ৫ বার নতুন জলে ভরেছে পদ্মার বুক, শীতে শুকিয়েছে ফের নতুন করে। নদীর দুই তীরের মানুষ সাক্ষী হয়েছে স্বাধীনতার পর দেশের ইতিহাসে অন্যতম বড় এ অর্জনের। নরম পলিতে প্রবেশ করেছে একটার পর একটা শক্তিশালী খুঁটি, জেগে উঠা পিলারগুলোতে যুক্ত হয়েছে স্বপ্নপূরণের নতুন নতুন স্প্যান। সে পদ্মার আজ দু’পাড়ের মিলনের দিন।

বৃহস্পতিবার সকাল থেকে ঘন কুয়াশা দেয়াল তুলে রাখে নদীর বুকে, খুব বেশি দূর দেখা যাচ্ছিল না। মাঝনদীতে একটি মাত্র শূন্যস্থান পূরনের জন্য সব প্রস্তুতি সারা। অপেক্ষা শুধু আশা জাগানিয়া এক সূর্যের।

সকাল সাড়ে ৯ টায় সূর্য উঠার সাথে সাথেই ক্রেনের উপরের অংশে তোলা শুরু হয় বহু কাঙ্খিত স্প্যানটি। পিলারের সমান উচ্চতায় তুলতে সময় লাগে ৩০ মিনিট। আগের দিন রাতে স্প্যানটি পিলারের কাছে এনে রেখে নোঙ্গর করার কাজ করাই ছিল। সঙ্গে আছে এখানকার প্রকৌশলীদের আগে ৪০টি স্প্যান বসানোর অভিজ্ঞতা। তাই কাজ শুরুর দেড়ঘন্টা পর দুপুর ১২টা ২ মিনিটে অর্জন হয় মাইলফলক। খুশিতে হেসে উঠে পদ্মার দুই পাড়।

২০১৭ সালের ৩০ সেপে্টম্বর প্রথম স্প্যানটি তোলার ৩ বছর পর অর্জন হলো সবগুলো স্প্যান দৃশ্যমান করার সাফল্য। তবে তাতেই থেমে না থেকে প্রকল্প কর্তৃপক্ষের লক্ষ্য এখন সেতুতে যানবাহন চলাচল শুরু করার।

পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের সব সফল হবে তখনি, যখন আমরা ব্রিজটা ওপেন করতে পারব। সেই দিনের অপেক্ষায় আছি। আমরা সবার দোয়া চাই। আমরা যেন সফল হয় সেজন্য সবার দোয়া কামনা করছি।’

সেতু চালু হলে রাজধানী থেকে এক ঘণ্টায় যাওয়া যাবে ফরিদপুর। প্রতিদিন গড়ে ২৪ হাজার যানবাহন চলাচল করবে এ সেতু দিয়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102